চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পৌর যুবলীগের আহবায়ক কমিটি ‘বাতিল’ করলো জেলা যুবলীগ

পূজন সেন, বোয়ালখালী

১৬ এপ্রিল, ২০২৪ | ১:৪৯ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলা যুবলীগ ঘোষিত পৌরসভা যুবলীগের আহবায়ক কমিটি ‘বাতিল’ ঘোষণা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ। একই সাথে পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটিও ‘বাতিল’ করা হয়। এছাড়া উপজেলা যুবলীগ ঘোষিত বিলুপ্ত পৌরসভা এবং শাকপুরা ও পোপাদিয়া ইউনিয়ন যুবলীগ কমিটি বহাল থাকবে বলে গত ১৪ এপ্রিল জেলা কমিটির সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.জহুরুল ইসলাম জহুরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

উপজেলা যুবলীগ কর্তৃক পৌরসভা ও পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণার ১০ দিনের মাথায় এই সিদ্ধান্ত দিলো জেলা যুবলীগ। এ নিয়ে বোয়ালখালীতে চরমে যুবলীগ নেতাদের অন্তঃকোন্দল। এজন্যে জেলা ও উপজেলা যুবলীগের শীর্ষ নেতাদের দায়ী করছেন তৃণমূলের নেতারা।

 

উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের অভিযোগ এনে জেলা যুবলীগের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুবলীগের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী উপজেলা কমিটি কোন ইউনিয়ন কমিটি বিলুপ্ত কিংবা নতুন আহবায়ক কমিটি গঠন করতে চাইলে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি নিতে হয়। কিন্তু উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন ধরনের যোগাযোগ কিংবা পরামর্শ না করে গত ৩ এপ্রিল বোয়ালখালী পৌরসভা, শাকপুরা ও পোপাদিয়া ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে পৌরসভা ও পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করে। যেটা গঠনতন্ত্র পরিপন্থী ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত।’

 

এতে আরও বলা হয়, ‘অবৈধভাবে গঠিত পৌরসভা ও পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে আগের কমিটি বহাল এবং একইসাথে শাকপুরা ইউনিয়ন যুবলীগের কমিটিও বহাল থাকবে।’

 

এর আগে গত ৩ এপ্রিল উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সায়েম কবির যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. রাসেল তালুকদারকে আহবায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট পৌর যুবলীগ ও শেখ রেজাউল করিম শাহেদকে আহবায়ক করে ২০ সদস্য পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

 

একই তারিখে পৌরসভা যুবলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘ ৬ বছর যাবৎ কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হওয়ায় এবং উপজেলা যুবলীগের সাথে সমন্বয় না করায় গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। একইভাবে পোপাদিয়া এবং শাকপুরা ইউনিয়ন যুবলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ ও উপজেলা যুবলীগের সাথে সমন্বয়হীনতার অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

পৌর যুবলীগের আহবায়ক (জেলা কর্তৃক বাতিল) মো. রাসেল তালুকদার বলেন, ‘জেলা ও উপজেলা কমিটির শীর্ষ নেতাদের মধ্যে কি চলছে জানি না। সকালে এক সিদ্ধান্ত, বিকেলে আরেক সিদ্ধান্ত। কেন এমনটা হচ্ছে তা-ও জানি না। আমরা চাই যুবলীগের সাংগঠনিক কার্যক্রম তৃণমূলে মজবুত হোক।’

 

উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র মেনেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করার লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি বাতিলের মাধ্যমে উপজেলা কমিটির স্বকীয়তা বলে আর কিছু রইলো না। জেলার শীর্ষ নেতারা চাইলে এই বিষয়ে উপজেলা কমিটিকে তলব করতে পারতেন। কিন্তু তা করা হয়নি। এতে শীর্ষ নেতাদের অযাচিত হস্তক্ষেপে খর্ব হচ্ছে সংগঠনের গঠনতন্ত্র।’

 

দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, ‘বোয়ালখালী উপজেলা যুবলীগ কমিটি মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে অনেক আগেই। এ বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট