চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৫ সীমান্তরক্ষী

টেকনাফ সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৪ | ৪:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তারা সীমান্ত অতিক্রম করে এপারে এসে আশ্রয় নেন। এ নিয়ে দুইদিনে মোট ১৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দুইদিনে মোট ১৪ জন এসেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট