চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে মহেশখালীতে পহেলা বৈশাখ উদযাপিত

মহেশখালী সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২৪ | ১০:১০ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে মহেশখালীতে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (রোববার) সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মোহাম্মদ তাজবীর হোসেন।

 

অন্যদের মধ্যে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, মুক্তিযুদ্ধা ছালাহ আহমদ, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্কুল -কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

 

এদিকে শোভাযাত্রায় এ অঞ্চলের তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নারী-পুরুষ পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি পৌরসভার গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে-গানে মাতিয়ে তোলেন বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা।

 

এছাড়াও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা, মাছ, আলুভর্তা ভাতের আয়োজন হয়। প্রধান অতিথি আশেক উল্লাহ রফিক এমপি বলেন, উৎসব মানে বাঙালির মিলন মেলা। সকলে একসঙ্গে মিলেমিশে একাকার হওয়া। 

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট