চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পটিয়া সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৪ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র মো. হৃদয় (২২) ও একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (২০)।

আজ শুক্রবার বিকেল ৩.৪৫ মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসার টেক মেম্বারের দোকানের সামনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুর রশীদ। তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুইজন পটিয়ার শান্তির হাট থেকে বোয়ালখালী যাওযার পথে পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল মিনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পূর্বকোণ/রবিউল/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট