চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সেবা দিতে দেরি হওয়ার অভিযোগে হাসপাতালে দায়িত্বরত এক ডাক্তারকে মারধরের ঘটনা ঘটেছে। আহত ডা. রক্তিম দাশ শরীর ও মাথায় আঘাত পেয়েছেন।

 

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পটিয়া পৌরসভার বেসরকারি পটিয়া জেনারেল হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের ভাইস চেয়ারম্যান এস.এইচ খাদেমী প্রকাশ বাহাদুর ৩ জনকে এজাহারনামীয় ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

 

এজাহারনামীয় আসামিরা হলেন- মোহাম্মদ মুকুল (৪৫), মোহাম্মদ টিপু (৪৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ (৫৫)।

 

মামলার অভিযোগে বলা হয়, বুধবার রাত পৌনে ১১ টায় পৌরসভা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ (৪২) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নেয়া হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত ডা. রক্তিম দাশ আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরবর্তী চিকিৎসার জন্য অপারেশন রুমে নেয়া হয়। অপারেশন রুমে ডাক্তার যেতে দেরি হওয়ায় ডা. রক্তিম দাশকে হাসপাতালেই মারধর করা হয় এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে ডাক্তরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, জেনারেল হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। অভিযোগে ৩ জনকে এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন