চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

উখিয়ায় বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাপ্পী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে ড্রাম্প ট্রাকের চাপায় হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৮ এপ্রিল) বিকালে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামি ড্রাম্প ট্রাকের চালক বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

বাপ্পী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

 

গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে ‘মাটি পাচারকারীদের ড্রাম্প ট্রাকের চাপায়’ বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল নিহত হন। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং তিনি মুন্সীগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

 

এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে।

 

এ ঘটনার পর ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন।

 

এর আগে এই মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট