চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে কেএনএফ’র অন্যতম সমন্বয়ক আটক

বান্দরবান সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৪ | ৭:৪৯ অপরাহ্ণ

বান্দরবানে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম সমন্বয়ক চেউসিং বমকে আটক করেছে র‌্যাব-১৫।

 

শনিবার (৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সেরন পাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন আজ রবিবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরিফুল আহসান ও কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তহিদুল মুবিন খান।

 

অধিনায়ক জানান, কুকি চিনের সাম্প্রতিক হামলার ঘটনায় এই সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে তার বাসায় কুকি চিনের সদস্যরা প্রায় সময় অবস্থান নেয়। তার বাসায় অভিযানের সময় সে একটি গোপন কুঠুরিতে গিয়ে অবস্থান নেয়। তবে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে সেই বাসা থেকে আটক করা হয়।

 

এদিকে সন্ত্রাসী তৎপরতা দমনে বান্দরবানে র‌্যাবের সমন্বিত অভিযান চলছে বলে তিনি জানান।

 

 

পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট