হাটহাজারীর নাজিরহাট সড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে শোরনীল মহাজন (১) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন চালকসহ চারজন। আহতরা হলেন- চালক ইয়াকুব, ঋত্বিক মহাজন (৩৪), ঋদ্ধি দাস (১৪) ও মনীষা দাস (২৪)। তারা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা।
রবিবার (৭ এপ্রিল) সকাল ৯টায় হাটহাজারীর কুমারীকুল রাস্তা মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুমড়ে-মুচড়ে সিএনজিটি উদ্ধার করি। এ ঘটনায় শোরনীল মহাজন নামে এক শিশু ঘটনাস্থলে মারা যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মন্নান বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ