চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে অটোরিক্সা-নছিমন সংঘর্ষে প্রাণ গেল হাফেজের, মা-মেয়ে আহত

নাজিরহাট সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৪ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নছিমনের সংঘর্ষে মোহাম্মদ শাকিল (২০) নামে এক হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন।

নিহত হাফেজ ভোলার চরফ্যাশন থানার জাহানপুর ইউনিয়নের মো. নাছিরের ছেলে ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজৃল উলুম বাবুনগরী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন- ইসমু আক্তার (৩৫), রাইসা মণি (৬)। এরা সম্পর্কে মা ও মেয়ে।

রবিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ভুজপুর কাজিরহাট বাজারের ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর মাওলানা মো. ইয়াকুব।
তিনি জানান, ফটিকছড়ি সদরমুখী অটোরিকশার সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ মোহাম্মদ শাকিল নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় এক হাফেজ নিহত হয়েছেন। লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট