চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে বারুণী স্নানে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৪ | ৮:১৪ অপরাহ্ণ

মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানের সময় ঢেউয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

 

আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে এই ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থী জয় শর্মা (১৫) শহরের ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার বিমুল শর্মার ছেলে।

 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্নান করলে অশেষ পূণ্য ও ইচ্ছা পূরণ হয়। এই বিশ্বাসে শনিবার সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে।

 

জানা যায়, বন্ধুদের সাথে বারুণী স্নান করতে গিয়ে হঠাৎ বড় একটি ঢেউ এসে জয়কে পানিতে তলিয়ে দেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় শোকাহত জয়ের বাবা বিমল শর্মা বলেন, আমার ছেলে সাঁতার কাটতে জানত। হঠাৎ ঢেউ এসে তাকে তলিয়ে দেবে কে ভাবতে পারে?

 

পুণ্যার্থী মিশু গুপ্ত অভিযোগ করেন, সৈকতে লাখো মানুষের সমাগম হলেও কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বারবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।

 

প্রতিবছরের ন্যায় এই বছরেও হিন্দু সম্প্রদায় এই আয়োজন করেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেন, বিচ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালনের কথা থাকলেও তাদের কোন কর্মীকে দেখা যায়নি।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন পূর্বকোণকে বলেন, দুপুরে একজন স্কুল শিক্ষার্থী স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে সেটি শুনেছি। তবে এত বড় আয়োজনের অনুমতি আমাদের কাছে নেওয়া হয়নি। অনুমতি নেওয়া হলে বিচ ম্যানেজমেন্ট কমিটির টিম দায়িত্ব পালন করত এবং এই দুর্ঘটনা এড়ানো যেত।

 

জয়ের মৃত্যুতে শোকাহত পরিবার ও স্থানীয়রা।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট