চট্টগ্রামের বোয়ালখালীতে ডাম্প ট্রাকের ধাক্কায় আবদুল নবী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আহলা করলডেঙ্গা গাজীরপাড়ার মৃত সৈয়দ খানের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার কালিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য শেখ কামাল জানান, বৃদ্ধ আবদুল নবী হেঁটে বাজারে আসছিলেন। এ সময় পটিয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পার ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি বালু আনতে শ্রীপুর যাচ্ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুজা বলেন, দুপুর ১টায় বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বৃদ্ধের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ- পটিয়া-কানুনগোপাড়া সড়কে দিয়ে চলাচলরত বালু পরিবহনকারী ডাম্প ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
পূর্বকোণ/পিআর/এএইচ