চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

৬ এপ্রিল, ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনভাবে আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার (৬ এপ্রিল) সকালে বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর, বিজিবির মহাপরিচালকসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সন্ত্রাসীদের বিরুদ্ধে কম্বিং অপারেশন নিয়ে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী তৎপরতা দমনে যে যার মতো করে অভিযান এবং তৎপরতা চালাবে। সকাল ১১টায় হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে রুমা পরিদর্শনে যান। সেখানে তিনি উপজেলা কমপ্লেক্স ও ক্ষতিগ্রস্ত সোনালী ব্যাংক পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় প্রশাসনের সাথেও কথা বলেন। পরে তিনি বান্দরবানের সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময়ে মিলিত হন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট