চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ও সরল ইউনিয়নে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হল- শিলকূপ ইউনিয়নের মাইজপাড়ার ওয়াজিফা বেগম (৫), মারিয়া আক্তার (৫) ও সরল ইউনিয়নের মিনজিরতলা গ্রামের তাহসিন (৬)।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পৃথক ঘটনাগুলো ঘটে।
শিশু ওয়াজিফা বেগম শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া মাবিয়া বাপের বাড়ি এলাকার আবু ছালেকের মেয়ে, মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে ও তাহসিন সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরি তলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদ নূরী বলেন, খেলাধুলার সময় দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।
তাহসিনের পিতা গিয়াস উদ্দিন বলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ সন্ধ্যায় দাফন করা হয়েছে।
পৃথক ঘটনায় পুকুরের পানি থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তিনজন শিশুকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক নুসরাত। তিনি বলেন, শীলকূপে দুইজন এবং সরল ইউনিয়নের এক শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ