চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল, ২ লাখ টাকা জরিমানা

রাঙামাটি সংবাদদাতা

৩ এপ্রিল, ২০২৪ | ৯:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘ পল্লী রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

 

বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিসোর্ট মালিক শাহ আলমকে এই জরিমানা করেন। এছাড়া অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেন।

 

ইউএনও শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে হাইকোর্টের আদেশ আমরা পেয়েছি, তাই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘটনাস্থলে গিয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন