চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

২ এপ্রিল, ২০২৪ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার নুর আলী মিয়া হাটে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মুহাম্মদ ফারুক (২৪) ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফজল হকের ছেলে। অপরজন মুহাম্মদ মিরাজ (১৮) একই উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলাজি পাড়ার মৃত মুহাম্মদ এনামের একমাত্র ছেলে।

 

জানা গেছে, নিহত দুই যুবক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত মিরাজ ফুফাত ভাই ফারুককে নিয়ে মোটরসাইকেলে করে হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায় বোনের বাড়িতে ইফতারি দিতে গিয়েছিল। বোনের বাড়িতে ইফতার সেরে বাড়ি ফেরার পথে তাইফা এন্টারপ্রাইজের সামনে চট্টগ্রামমুখী রোগী ভর্তি একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনা পরবর্তী উপস্থিত জনতা দুইজনকে দ্রুত নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

 

জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজুর রহমান বলেন, ৮টা ১৫মিনিটের দিকে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। দুইজনই মৃত ছিল। জখম ছিল ওদের শরীরের বিভিন্ন অংশ। তবে, দুইজনেরই মাথার জখমটি খুবই গুরুতর ছিল।

 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনিস বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশের জিম্মায় রয়েছে। অ্যাম্বুলেন্সের সন্ধানও আমরা পেয়েছি। এ নিয়ে থানায় এখনো মামলা হয়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পুলিশ আইনানুগ পন্থায় এগুবে বলে তিনি জানিয়েছেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন