চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

হাটহাজারী বাসস্টেশনে যানজট নিরসনে অভিযান

হাটহাজারী সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৪ | ৭:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের বাসস্টেশন এলাকায় যানজট নিরসনকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

এ সময় দোকানের সামনে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় অবৈধ পার্কিং করার দায়ে দুই দোকানদার ও চার সিএনজিচালিত অটোরিকশা চালককে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (১ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মসিউজ্জামান।

 

তিনি জানান, হাটহাজারী পৌরসদরের বাসস্টেশন এলাকায় যানজট নিরসনে দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় মো. আবছার ও মো. মঞ্জুকে এক হাজার টাকা করে মোট দুই হাজার এবং রাস্তার উপর অবৈধ পাকিং করার দায়ে চারটি সিএনজি অটোরিকশা চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন