রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৯৬ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাতে কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হল- মো. কামাল উদ্দিন (৫৫) ও ইকরামুল মিয়া (২৫)।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার রাঙামাটি জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ