চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

 

রবিবার (৩১মার্চ) ইফতারের আগে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

তিন সন্তানের পিতা আমজাদ হোসেন একই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।

 

জানা যায়, আমজাদ হোসেন নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট