চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আগুনে পেকুয়ায় ২ বসতঘর পুড়ে ছাই

পেকুয়া সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৪ | ১২:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে সাত ভাইয়ের দুইটি বসতঘর।

 

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেলেও এর মধ্যেই আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

 

জানা গেছে, আন্নর আলী মাতবর পাড়া এলাকায় আকতার হোসেনের ছেলে আমির হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আমির হোসেনের ভাই শাহদত হোসেন, মোজাম্মেল, ইব্রাহিম, বাচ্চু, হামিদ হোসেন ও ছোটনের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

 

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আগুনে তাদের অন্তত ২০-২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

জানা গেছে, আমির হোসেন ছাড়া অপর ছয় ভাইয়ের পরিবার এক বাড়িতে বসবাস করত।

 

স্থানীয় ৫ নম্বর ইউপির সদস্য মো. ফোরকান আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট