চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় লবণবোঝাই ট্রাক জব্দ

পেকুয়া সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৪ | ৩:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় জনসাধারণের জীবন হুমকিতে ফেলে চলাচলের রাস্তায় লবণ লোড করার দায়ে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (৩০ মার্চ) দুপুরে মগনামা কুমপাড়া এলাকায় মগনামা উজানটিয়া চলাচল রাস্তায় লবণ লোড করার দায়ে ওই ট্রাক জব্দ করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

 

লবণ মৌসুমে যত্রতত্র ট্রাক পার্কিং করে লবণ লোড করে রাস্তার ক্ষতিসাধন করে আসছে কিছু অসাধু লবণ ব্যবসায়ী ফলে লবণ পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটছে নিয়মিত। পিচ্ছিল হওয়া সড়কে প্রায় সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে মৃত্যুসহ অনেকে পঙ্গু হয়ে আছে। শুক্রবার রাতেও একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর নামে এক ছেলে মৃত্যু শয্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিয়মিত এসব দুর্ঘটনার প্রেক্ষিতে এই অভিযান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন