চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ

বিশেষ ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি, আটক ২

কক্সবাজার সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ

প্রাথমিকে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের বিশেষ ডিভাইস ব্যবহারের অভিযোগে কক্সবাজারে দুইজনকে আটক করা হয়েছে।

 

আজ শুক্রবার (২৯ মার্চ) কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে তাদেরকে আটক করে পুলিশ।

 

আটকরা হল- খুরুশকুলের নুরুল হক ও চকরিয়া উপজেলার তৌহিদুল ইসলাম।

 

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক দুই পরীক্ষার্থীকে তল্লাশি করলে তাদের বগলের নিচে লুকানো অবস্থায় একটি টু ওয়ে কানেক্টেড ডিভাইস উদ্ধার করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমাসহ পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা কেন্দ্রে ঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিকস কোন কিছু নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও এই দুই পরীক্ষার্থী নিয়ম লঙ্ঘন করে। আটককৃত দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ জানান, থানায় আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট