চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়া সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৪ | ৯:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

 

আটক নজির আহম্মদ ওই ক্যাম্পের ব্লক সি/১-এর মৃত জাফর আহম্মদের ছেলে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের চৌকস দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করে। আটকের বিরুদ্ধে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট