চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সেপটিক ট্যাংকে পড়ে মো. রোহান (৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকালে ওই এলাকার অলি মোহাম্মদ বাড়ির সদ্য নির্মিত বাড়িতে এ ঘটনা ঘটে। রোমান ওই বাড়ির ভাড়াটিয়া প্রবাসী মুহাম্মদ শাহাজাহানের ছেলে।
জানা গেছে, নিহত রোহান স্থানীয় রওজাতুল উলুম মাদ্রাসায় নার্সারির ছাত্র ছিলো। তারা ধর্মপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলেও ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতো। রোমান নির্মাণাধীন ওই ঘরে সহপাঠীদের সাথে প্রায় খেলাধুলা করতো। ঘটনার দিন ওই বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য মুখ খোলা রেখেছিল। ঘটনার সময় ওই ঘরে কেউ ছিল না। শিশু রোমান দুর্ঘটনাবশত ওই ট্যাংকে পড়ে যায়। পরে, তার পরিবার খোঁজাখুঁজি করতে গিয়ে কোথাও না পেয়ে সেপটিক ট্যাংক থেকে তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানিয়েছেন, ঘটনাটি আমরা শুনেছি। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ হয়নি।
পূর্বকোণ/পিআর/এসি