রাঙামাটির বিলাইছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
বিলাইছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঠিক ইফতারের ৫-৬ মিনিট আগে আগুন লাগে। থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিফাত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ