চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

চকরিয়া সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ

নিজের জমির খেত দেখতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় জয়নাল আবেদীন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জয়নাল আবেদীন ওই এলাকার মৃত মো. ইলিয়াছের ছেলে।

 

পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার ভোরে সেহরি খেয়ে নিজের জমিনে ধান খেত দেখতে যান জয়নাল। খেতে পানি সেচের মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খেত দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষক জয়নালের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট