চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

জমির টপসয়েল কাটায় লোহাগাড়ায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৪ | ১১:৪২ অপরাহ্ণ

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে তিন মামলায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফল্লানি পাড়া ও বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টায় আধুনগর ইউনিয়নের রূপবান পাড়ায় ও উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার রশিদার পাড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

 

বৃহস্পতিবারের অভিযানে বেলাল উদ্দিন ও কামাল হোসেন নামে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেন। আজ শনিবারের অভিযানে সিদ্দিক আহমদের ছেলে মো. আবুল কাশেমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অপরাধীদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন