চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

কক্সবাজারে ৩০,৫০০ ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৪ | ৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক অভিযানে মোট ৩০ হাজার ৫০০ ইয়াবাসহ চারজন সন্দেহভাজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

শুক্রবার (২২ মার্চ) টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল থেকে মোহাম্মদ আবদুল্লাহ (২৬) এবং হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং এলাকা থেকে মো. শাকের (৩০), মো. সৈয়দ নুর (২৭), মো. ইউনুছকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহকে (২৬) গ্রেপ্তার করা হয়।

 

অপর অভিযানে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে ১০ হাজার ৫০০ ইয়াবাসহ তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তারা নিজেদেরকে রোহিঙ্গা বলে দাবি করলেও প্রমাণ দেখাতে পারেননি।

 

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট