চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

পোড়া-বাসি তেলে ইফতার তৈরি, কাপ্তাইয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাই সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় জেটিঘাট সাপ্তাহিক বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব।

 

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পোড়া ও বাসি তেল দিয়ে তৈরি ইফতার সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট