চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২২ মার্চ, ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে গৃহবধূ শাহানা সুলতানা রিমুর (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ মুছার স্ত্রী।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রিমুর মরদেহ উদ্ধার করা হয়।

৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু জানান, ছেলে-মেয়েরা প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল ১০টার দিকে রিমু গলায় ওরনা পেঁচিয়ে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে রয়েছে। বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতো রিমু।

তিনি বলেন, রিমু পারিবারিক কলহের জের ধরে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট