চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাউজানের দেড় হাজার মানুষ পেল ন্যায্যমূল্যের মাংস-দুধ-ডিম

রাউজান সংবাদদাতা

২১ মার্চ, ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় রাউজান পৌরসভার প্রায় দেড় হাজার নারী-পুরুষ ন্যায্যমূল্যে মহিষের মাংস, দুধ, ডিম পেয়েছে।

 

রাউজান পৌরসভার বাস্তবায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং বৃহত্তর চট্টগ্রাম ডেইরি ফার্মস এসোসিয়েশন ও বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি এসোসিয়েশনের সহযোগিতায় এসব সামগ্রী দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) পৌরসভা চত্বর মাঠে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

 

আরফানুল ইসলাম আবীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যাজাই মারমা, কৃষি অফিসার মাছুম কবীর, ডা. জয়িতা বসু, জসিম উদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রিটন চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, শওকত হাসান, আজাদ হোসেন, আলী আজগর চৌধুরী, জালাল উদ্দিন চৌধুরী, নুরুল আমিন, নাছিমা আকতার, জেবুন্নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, হিসাবরক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া ও সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম।

 

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, ছাবের হোসেন, মোহাম্মদ আসিফ, সবুজ দে ভানু, ইকবাল হোসেন, আরমান সিকদার, নাছির উদ্দিন, নকীব সিদ্দিকী ও তৌহিদুল ইসলাম।

 

এ বিষয়ে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। পৌরসভায় প্রথমদিন বৃহস্পতিবার এখানে প্রায় দেড় হাজার উপকারভোগী ৬৫০ টাকা দরে মহিষের মাংস, ২৫০ টাকা কেজি মূল্যে ড্রেসড ব্রয়লার, ৭৫ টাকা মূল্যে দুধ ও ১০০ টাকায় ১২টি করে ডিম কিনে নিয়েছেন। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন