চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে তারাবির নামাজ শেষে ইমামের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

২১ মার্চ, ২০২৪ | ১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে তারাবির নামাজ শেষে মাওলানা নূর মোহাম্মদ নামে এক ইমামের মৃত্যু হয়েছে। হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়ানক জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

মাওলানা নূর মোহাম্মদ ওই মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক। তার বাড়ি লোহাগাড়ার কলাউজান গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা যায়, রাত সাড়ে ১২টায় কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট