বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সর্বাত্মকভাবে কাজ করবে। সেই সাথে বাংলাদেশে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে। আমরা জনগণের বিজয় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি মাম্যাচিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সহ-সভাপতি লুসাই মং মার্মা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার প্রমুখ।
এছাড়া কর্মী সমাবেশে বান্দরবানের সাত উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের বাজার ও ব্যাংক ব্যবস্থাপনা একটি গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত হয়ে রয়েছে। সর্বত্র লুটপাট ও দুর্নীতিতে ছেয়ে গেছে। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুসে উঠেছে।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ