চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাল ভরাট ও বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৪ | ১০:০৭ অপরাহ্ণ

অবৈধভাবে বালু উত্তোলন ও খাল ভরাট কাজে জড়িত থাকার দায়ে কক্সবাজারের মহেশখালীতে আব্দু শুক্রুর (৬০) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুইমাসের জেল জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার মাতারবাড়ীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. তাছবীর হোসেন।

 

জানা যায়, মঙ্গলবার দুপুরে মাতারবাড়ির কাঁচাবাজারে বিভিন্ন খাদ্যদ্রব্যের বাজার মনিটরিংয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। তখন নতুন বাজারের পাশে সরকারি খাসভুক্ত রাঙাখালী খাল ভরাট ও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখতে পান। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ৩০টি পাইপ ভেঙে গুড়িয়ে দেন তিনি। পাশাপাশি ১ লাখ টাকা, অনাদায়ে দুই মাসের জেল জরিমানা করেন।

 

মো. তাছবীর হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। যা বিভিন্ন গণমাধ্যমে স্থান পায়। অভিযান চালিয়ে বালু উত্তোলনের পাইপ গুড়িয়ে দেয়া হয়েছে। অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট