চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে মারধর, গ্রেপ্তার ২

বোয়ালখালী সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের বুড়ি পুকুর পাড়ে দুই ভাইকে মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৯ মার্চ) এজাহারনামীয় দুই পলাতক আসামি মো. ফোরকান (৩০) ও মো. এমরানকে (২৩) গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।

 

তিনি জানান, কিছুদিন আগে মামলার বাদী মো. ইকবাল হোসেনের সাথে দিন মজুরির কাজের দেনাপাওনা নিয়ে আসামি ফোরকানের ঝগড়া হয়। এর জের ধরে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাদীর দুই ভাই মো. আফসার হোসেন (৩২) এবং মো. আমজাদ হোসেনকে (২৮) পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় আসামি ফোরকানের নেতৃত্বে ১০-১২ জন মিলে মারধর করে পালিয়ে যায়। এতে আহত দুই ভাই প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেন।

 

এ ঘটনায় মো. ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট