কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার বডিগার্ড আকিজসহ ৪ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র, ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ রাউন্ড কার্তুজ ও ৭টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
পূর্বকোণ/পিআর/এসি