চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে তিন দোকানিতে ৩০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মোড়কবিহীন পণ্য বিক্রয়সহ নানা অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৩ মার্চ) বিকালে উপজেলার শুকলাল হাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

অভিযানকালে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মোড়কবিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে হারুন স্টোরকে পাঁচ হাজার টাকা, মহসিন স্টোরকে ১০ হাজার টাকা ও সালাউদ্দিন স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট