চট্টগ্রামের কর্ণফুলীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।
এ সময় তিনি মুদির দোকান, সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ী ও ডিমের আড়তে অভিযান চালান। অভিযানে মূল্যতালিকা না রাখায় একজন মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ