উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুটি ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ এ অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হল- ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ এর মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলমান। ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
পূর্বকোণ/পিআর/এসি