চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

১০ মার্চ, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও রাস্তায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী সরকারহাট বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।

 

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অন্যান্য অনিয়মের কারণে মো. আরমানকে দুই হাজার টাকা, আবুল হোসেনকে পাঁচ হাজার টাকা এবং সোলায়মানকে এক হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট