চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাহারছড়া ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করেন।
ঘোষণার ফলাফল অনুযায়ী দেখা যায়, বেসরকারিভাবে নির্বাচিত মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (অটোরিকশা) প্রাপ্ত ভোট ৩৬০৪, নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন- দেলোয়ার আজিম (টেলিফোন) প্রাপ্ত ভোট ৩৫৩২, জসিম উদ্দিন চৌধুরী খোকন (আনারস) প্রাপ্ত ভোট ৩১৩৮, সাদুর রশিদ চৌধুরী (চশমা) প্রাপ্ত ভোট ২৪৫৯, এম বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম (টেবিল ফ্যান) প্রাপ্ত ভোট ১৮৬৯, এম. মামুনুর রশিদ চৌধুরী (মোটরসাইকেল) প্রাপ্ত ভোট ১১৯৭, নাসির উদ্দিন খান (ঢোল) প্রাপ্ত ভোট ৬০৬। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ২৭৬ জন।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ