চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে ২ যুবক আটক

বাঁশখালী সংবাদদাতা

৯ মার্চ, ২০২৪ | ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর ৪ নম্বর বাহারচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়েছে।

 

শনিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

 

ধরা পড়া তৌহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সে বাহারচড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার বখতেয়ার উদ্দীনের ছেলে। এদিকে, একই অভিযানে মোহাম্মদ জিহান (২৯) নামের এক যুবককেও আটক করা হয়েছে। তারা শাস্তির প্রক্রিয়াধীন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী বলেন, তৌহিদুল ইসলাম একবার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। আরেকবার জাল ভোট দিতে গিয়ে চ্যালেঞ্জ করলে সে ধরা পড়ে। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পাশাপাশি ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, জাল ভোট দেয়ায় একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যজনের শাস্তি প্রক্রিয়াধীন।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন