চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বাহারছড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

৯ মার্চ, ২০২৪ | ১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী বাহারছডা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন চলছে। আজ (শনিবার) সকাল ১১টার দিকে ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বাহারছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮১৯ জন। ১০টি বুথে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৩৬০টি।

ভোট দিতে আসা বখতিয়ার উদ্দিন চৌধুরী নামে একজন বলেন, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন,
সুষ্ঠুভাবে নির্বাচন চলমান রয়েছে। কোথাও গণ্ডগোলের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের মৃত্যুতে এই ইউনিয়নে উপ-নির্বাচন হচ্ছে। এতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন