চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

হাটহাজারীতে আগুনে পুড়লো ১৭ ঘর, অক্ষত কোরআন শরীফ

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

৮ মার্চ, ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে ১৪ পরিবারের ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) ভোরে পৌরসদরের শাহজালাল পাড়ার ইব্রাহিম কলোনিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে সবকিছু পড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ওই কলোনির মালিক মোহাম্মদ ইব্রাহিম। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

জানা গেছে, ইব্রাহিমের কলোনিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে টিন সিটের ১৪টি পরিবারের আসবারপত্র, নগদ অর্থ ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ফাতেমা বেগম, শহরবানু,মো. মঞ্জু, পান্না, মো. সুমন, আকতার হােসেন, মো. নুরমিয়া, মো. নাছির উদ্দীন, আকলিমা, মো. আলী, মো. ওসমান, মো. ওয়াসিম, মো. শাহ আলম ও মো. নাছিরের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে অগ্নিকাণ্ড হয়েছে তা জানা যায়নি। তবে আগুনে সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন