চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে থানায় মামলা

কাপ্তাই সংবাদদাতা

৬ মার্চ, ২০২৪ | ৮:৪৩ অপরাহ্ণ

কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ে বন্যহাতি হত্যার দায়ে মামলা করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মার্চ) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ বুধবার (৬ মার্চ) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, মঙ্গলবার চন্দ্রঘোনা থানায় বন্যহাতি হত্যার দায়ে দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞতনামা আসামি করে মামলা করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৬/৪১ ধারার এটি অপরাধ যোগ্য।

 

উল্লেখ্য, রাইখালী গভীর জঙ্গলে ১৫-২০ জনের দুস্কৃতকারী মিলে দেশীয় অস্ত্র দিয়ে বন্যহাতি হত্যা করে শরীরের সকল অংশ নিয়ে নেয়। শুধুমাত্র হাড়গোড়, চোয়াল, নাড়িভুঁড়ি মাটির নিচে পুতে রেখে যায়। বন বিভাগ খবর পেয়ে গত রবিবার গভীর জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা হাড়গোড় উদ্ধার করে। এরপর ভেটেরিনারিতে পরীক্ষার জন্য নেয়া হয়। উদ্ধারের তিনদিন পর চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট