চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে আজহার-রোকন

চবি সংবাদদাতা

৬ মার্চ, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলানিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আজহার, সহ-সভাপতি পদে দৈনিক পূর্বকোণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ জুনাইদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৭ পদের বিপরীতে অংশ নেন ১৪ জন প্রার্থী। এবছর মোট ভোটার ছিল ৪৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৪১ জন ভোটার।

 

নির্বাচনে অন্য পদগুলোতে নির্বাচিত প্রার্থীরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি শাহরিয়াজ মোহাম্মদ। অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি সুমন বাইজিদ। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানে আলম। কার্যনির্বাহী সদস্য পদে খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ শুভ্র।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর ড. মো. নুরুল আজিম সিকদার। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর হাসান মাহমুদ রোমান ও আফজালুর রহমান। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট