চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পিতা অসহায়, মেয়েকে কলেজের বই কিনে দিলেন এসিল্যান্ড

বোয়ালখালী সংবাদদাতা

৫ মার্চ, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ

মেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। নিয়মিত পাঠদান হচ্ছে কলেজে। তবে পাঠ্যবই কিনতে না পারায় মেয়ের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। মেয়েকে বই কিনে দেওয়ার সামর্থ্য নেই অসহায় এক পিতার।

 

কোনো উপায় খুঁজে না পেয়ে অসহায় পিতা মেয়ের পাঠ্যবই কিনতে দ্বারে দ্বারে ঘুরছিলেন সহযোগিতার আশায়।

 

অবশেষে তিনি দ্বারস্থ হন বোয়ালখালী উপজেলার এসিল্যান্ড নুসরাত ফাতেমা চৌধুরীর কাছে। মেয়ের বই কেনার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন এই পিতা।

 

মেয়ের পড়ালেখার আগ্রহ দেখে আর অসহায় এক পিতার আকুতি শুনে মঙ্গলবার (৫ মার্চ) ওই শিক্ষার্থীর হাতে বই তুলে দেন এসিল্যান্ড।

 

তিনি বলেন, এক সপ্তাহ আগে মেয়েরটির পিতা বই কেনার জন্য আর্থিক সহযোগিতা চান আমার দপ্তরে এসে। আমি বলেছি টাকা দেব না। যদি ভালো ফলাফলের প্রতিশ্রুতি দেয় তবে বই কিনে দেব। মেয়েকে নিয়ে আসবেন। এরপর মেয়েটির পড়ালেখার প্রতি আগ্রহ দেখে একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বই কিনে দেওয়া হয়েছে। মেয়েটি ভালো ফলাফল করার কথা দিয়েছে। আশা করি সে পড়ালেখা করে পরিবার ও দেশের কল্যাণে তার দায়িত্ব পালন করবে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট