চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কুতুবদিয়ায় ৪ রোহিঙ্গা আটক

কুতুবদিয়া সংবাদদাতা

৫ মার্চ, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পের মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্পের মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।

পুলিশ সূত্র জানায়, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে কিছু রোহিঙ্গা ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে অভিযান পরিচালনা করে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির পূর্বকোণকে জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতায় কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট