চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

লবণবোঝাই ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজার সংবাদদাতা

৪ মার্চ, ২০২৪ | ১১:৫৪ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদণ্ডী সড়কে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সামনে লবণবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

 

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনির আহাম্মদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার মৃত আবু সামার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মাগরিবের নামাজের পর বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি পুরাতন মডেলের লবণবোঝাই ট্রাকের সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের সিটে থাকা একজন লোক ঘটনাস্থলে মারা যান। পেছনের সিটে থাকা একজন নারী যাত্রী ও অটোচালক গুরুতর আহত হন।

 

নিহত মনির আহাম্মদের ছোট ভাই আবুল বশর আজাদ বলেন, মনির ব্যবসা করতেন। সকালে জরুরি কাজে কক্সবাজার শহরে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মনিরের পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ঘাতক ড্রাইভার ও ট্রাক আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট