চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নিয়ন্ত্রণে আসেনি চিনি কারখানার আগুন, ঘটনাস্থলে বিমান-নৌ-সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২৪ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে লাগা আগুন সাড়ে চার ঘণ্টা চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দল। এরই মধ্য ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

 

লে. কর্নেল আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন একটি গোডাউন শেডের মধ্যে সীমাবদ্ধ।

 

এদিকে ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আছে। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন নিভছে না।’

 

সোমবার (৪ মার্চ) বিকেলে ৪টায় কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সুগার কারখানায় এ আগুন লাগে

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট