চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

৪ মার্চ, ২০২৪ | ৭:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলার পুরানগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

ঘটনায় নিহত শিশু কামরুল হাসান মিশকাত (১১) ও ওমর ফারুক মিজবাহ (৮)। তারা উভয়ে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কলিনগর লুইল্যা বড় বাড়ির প্রবাসী আবদুল মোনাফের ছেলে। মিশকাত বাজালিয়া রাইজিং স্টার স্কুলের ৫ম শ্রেণি ও মিজবাহ পুরানগড় শাহ সরফুদ্দীন দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

 

জানা যায়, অবৈধ বালু খেকোরা সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীতে বিশাল আকৃতির গর্ত তৈরি হয়। মিশকাত ও মিজবাহ দুই ভাই গোসল করতে নেমে বালুর গর্তে পড়ে যায় এবং গর্ত বিশাল আকৃতির হওয়ায় তারা পানিতে ডুবে মারা যায়।

 

পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঙ্গু নদীতে খেলতে নেমে গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। যেহেতু নিহতরা শিশু তাই পরিবারের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে পরামর্শ দিয়েছি। যদি কোন অভিযোগ থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, পুরানগড়ে নদীতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট